৯ মাসে গ্রামীণফোনের মুনাফা কমলো ৬৯১ কোটি টাকা
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৭ অক্টোবর, ২০২৫
দেশের টেলিকম খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের মুনাফায় বড় ধরনের পতন হয়েছে। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯১ কোটি টাকা বা ২৩ শতাংশের বেশি কমে গেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ২৬৪ কোটি টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ২ হাজার ৯৫৫ কোটি টাকা।
গ্রামীণফোন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত কোম্পানির আয় কমে যাওয়ার কারণেই মুনাফায় এই নেতিবাচক প্রভাব পড়েছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আলোচিত সময়ে গ্রামীণফোনের মোট আয় হয়েছে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১২ হাজার ১১০ কোটি টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় আয় কমেছে ১৬২ কোটি টাকা।
কোম্পানির আয় ও মুনাফা কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) ওপর। চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ২১ টাকা ৮৮ পয়সা।