চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ৭০ কোটি টাকা পুরস্কার দেবে বোর্ড
- 
                            	
                             - - নিউজ -
 - ডেস্ক --
 - ৩ নভেম্বর, ২০২৫
 
প্রথমবার নারীদের ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে হারমানপ্রীত করের দর। এতেই তৃতীয়বার ফাইনালে উঠে প্রথমবার শিরোপা ঘরে তুলল ভারতের মেয়েরা।
চ্যাম্পিয়ন ভারতীয় নারী দলের জন্য নগদ ৫১ কোটি রুপি অর্থপুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৭০ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।
বিসিসিআই-এর সেক্রেটারি দেভজিং সাইকিয়া সংবাদ মাধ্যম এএনআই নিউজ’কে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিসিসিআই নিজের তহবিল থেকে পুরষ্কার হিসেবে ভারতীয় দলকে ৫১ কোটি রুপি দেবে। যা খেলোয়াড়, নির্বাচক, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে বণ্টন করা হবে।’
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ক্রিকেট দল আইসিসি থেকে প্রায় ৫৫ কোটি টাকা অর্থ পুরস্কার পাবে। ওই পুরস্কারের বাইরে বিসিসিআই এই অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে।