ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩০ অক্টোবর, ২০২১
ওয়েস্ট ইন্ডিজের ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু রাসেলের ইয়র্কারে আত্মসমর্পণ করলো মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিবীয়দের বিপক্ষে হেরে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ম্যাচের ওই মূহুর্তে লিটনের উইকেটটি খুব গুরুত্বপূর্ণ। লিটন আউট হওয়াতে কাজটা কঠিন হয়ে যায়।
দল হারলেও নিজ দলের বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক। মাহমুদউল্লাহ বলেন, বোলাররা বেশ ভালো বোলিং করেছে। কিন্তু ফিল্ডিংয়ে আমরা কিছু সুযোগ হারিয়েছি, তা না হলে কমপক্ষে ১০-১৫ রান আটকাতে পারতাম।
তিনি আরও বলেন, দলের পরাজয়ে ক্রিকেটারদের দোষ দিতে পারি না। হ্যা ক্যাচ মিস একটি বড় সমস্যা, আমরা এই সমস্যা কাটিয়ে উঠবো।