ফাহিম সালেহ’র ব্যক্তিগত সহকারি গ্রেপ্তার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ জুলাই, ২০২০
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশী তরুণ উদ্যোক্তা পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার ব্যক্তিগত সহকারিকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। তাকে আটক করে কাস্টডিতে নেয়ার তথ্য জানিয়েছে এনওয়াইপি। ব্যবসায়িক লেনদেনের জেরেই ফাহিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করে তদন্ত করছে পুলিশ।