ইসলামী জীবন বীমা সেবা প্রদান আকিজ তাকাফফুলর সঙ্গে চুক্তি করলা ইবিএল

ইস্টার্ন ব্যাংক গ্রাহকদর শরীয়াহ ভিত্তিক জীবন বীমা সবা প্রদানর লক্ষ্য আকিজ তাকাফফুল জীবন বীমার সঙ্গ একটি ব্যাংকশিওরন্স চুক্তি স্বাক্ষর করছ। এর ফল ইবিএল গ্রাহকদর বিভিন ধরণর শরীয়াহ ভিত্তিক জীবন বীমা সমাধান দয়া সম্ভব হব। একই সঙ্গ নতিক ও ধর্মীয় বিশ্বাস ভিত্তিক আর্থিক প্রাডাক্ট অফারর মধ্য দিয় সার্বিক আর্থিক অÍর্ভূক্তি বগবান হব। 

ইস্টার্ন ব্যাংকর বিস্তত শাখা নটওয়ার্কর মাধ্যম গ্রাহকরা তাকাফফুলর জীবন বীমা সবা গ্রহণ করার সুযাগ পাবন, যা বিশ্বাস ভিত্তিক মূল্যবাধ অনুসরণ কর পারিবারিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। 

ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক, রিটইল ও এসএমই ব্যাংকিং প্রধান এবং প্রধান ব্যাংকশিওরন্স কর্মকর্তা এম. খারশদ আনায়ার এবং আকিজ তাকাফফুলর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কর্পারট বিজনস কর্মকর্তা মাহাম্মদ মাসুদুজ্জামান খান সম্প্রতি ব্যাংকর প্রধান কার্যালয় এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করন। 

অনুষ্ঠান অন্যান্যর মধ্য উপস্থিত ছিলন ইবিএল ইসলামী ব্যাংকিং এর উপ-প্রধান এ.ক.এম মিজানুর রহমান, ব্যাংকশিওরন্স এবং স্টুডট ব্যাংকিং প্রধান মাঃ রকিব; আকিজ তাকাফফুলর ভারপ্রাপ্ত সিইও সাজ্জাদুল করিম, ফিন্যান্স ও একাউটস বিভাগ প্রধান আব্দুস সালাম খদকার, ইটারনাল অডিট ও কমপ্লায়েন্স প্রধান পারভেজ, এভিপি মোঃ কামরুজ্জামান। 

ক্যাপশনঃ ইস্টার্ন ব্যাংক গ্রাহকদর শরীয়াহ ভিত্তিক জীবন বীমা সবা প্রদানর লক্ষ্য আকিজ তাকাফফুল জীবন বীমার সঙ্গ একটি ব্যাংকশিওরন্স চুক্তি স্বাক্ষর করছ। ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক, রিটইল ও এসএমই ব্যাংকিং প্রধান এবং প্রধান ব্যাংকশিওরন্স কর্মকর্তা এম. খারশদ আনায়ার এবং আকিজ তাকাফফুলর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কর্পারট বিজনস কর্মকর্তা মাহাম্মদ মাসুদুজ্জামান খান সম্প্রতি ব্যাংকর প্রধান কার্যালয় এতদসংক্রান্ত ক্তিত স্বাক্ষর করন। অনুষ্ঠান অন্যান্যর মধ্য উপস্থিত ছিলন ইবিএল ইসলামী ব্যাংকিং এর উপ-প্রধান এ.ক.এম মিজানুর রহমান এবং আকিজ তাকাফফুলর ভারপ্রাপ্ত সিইও সাজ্জাদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানর অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। 

পাঠকের মন্তব্য