এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সেমিনার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩ অগাস্ট, ২০২৫
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এডাস্ট- স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে "Breaking Barriers: Building the Path to Success" শীর্ষক একটি সেমিনার বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তাফিজুর রহমান, ম্যানেজার, ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS), যুক্তরাজ্য। তিনি কর্মজীবনে সফলতার পথে অগ্রসর হতে কীভাবে বাধা অতিক্রম করতে হয় তা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন- পরিশ্রম করলে সফলতা আসবেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এবং সাফলতা অর্জনে কীভাবে দক্ষতা বাড়ানো যায় এবং দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় আগামীতে নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, সদস্য-সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের এডভাইজর, চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এই ধরণের সেমিনার আয়োজনের জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর মাধ্যমে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় একটি স্কিল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রধান বক্তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন- দুই একটি কী পয়েন্ট যদি এই সেমিনার থেকে নেওয়া যায় সেটাই হবে এই প্রোগ্রামের সবচেয়ে বড় সার্থকতা।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মো. সিরাজুল হক চৌধুরী বলেন- আমরা যেনো ওনার (মোস্তাফিজুর রহমান) সাথে থেকে অনেক কিছু শিখতে পারি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিছু শিখতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন- বিসিএস ক্যাডার হয়েও বিদেশে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করা খুবই চ্যালেঞ্জিং যেটা ড. মোস্তাফিজুর রহমান করে দেখিয়েছেন। মিটিং থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি, কারণ আমি এ সেমিনার থেকে কিছু শিখতে এসেছি। তিনি বলেন- MIT এর একজন গ্রাজুয়েট নিউ ইয়র্ক সিটির স্যানিটেশন সিস্টেমের গার্বেজ কালেক্টর থেকে কর্মজীবন শুরু করে CEO হয়েছেন শুধুমাত্র তার পরিশ্রমের কারণে। আমি পাশ করার পরে কোথায় যোগদান করবো সেটা বড় বিষয় নয়, মূল বিষয় হলো আমি কতটুকু শিখতে পারলাম এবং সেখান থেকে কত দূরে যেতে পারবো।
এডাস্ট- স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়মিতভাবে এমন আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে। দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে সচেতনতা বাড়ানোই ছিল এ সেমিনারে মূল লক্ষ্য।